Advertisement

Viral Video: রিয়েল থ্রি ইডিয়টস মুভি! স্যালাইন-সহ হাসপাতাল থেকে বন্ধুকে নিয়ে বাইক রাইড

বন্ধু হাসপাতালে ভর্তি। হাতে চ্যানেল করা। আইভি ড্রিপ চলছে। সেই অবস্থায় হাসপাতাল থেকে বন্ধুকে স্যালাইনের বোতল-সহ বের করে বাইক রাইড করালেন দুই যুবক। বেশ কিছুক্ষণ অসুল্থ বন্ধুকে এভাবে বাইক রাইড করানোর পর অবশ্য ফের হাসতালে ওই অসুস্থ বন্ধুকে পৌঁছে দেন ওই দুই যুবক। এদিকে ততক্ষণে পথচলতি অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দি করে নিয়েছেন ওই ঘটনা। আর এরপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি।

two youths took a friend on bike ride from hospital while he was on iv drip

Advertisement