বিয়ের রাতে তখন গমগম করছে লোক। বরের বাড়ি, কনের বাড়ির লোকজন, মিলে একেবারে যাকে একেবারে ভিড়ে ঠাসা বিয়েবাড়ি। বিয়ের লগ্নের দেরি থাকায় মালাবদল সম্পন্ন হওয়ার আগেই খেতে বসেছিলেন বিয়েবাড়িতে আসা আমন্ত্রিতরা। এরইমধ্যে বরযাত্রী একজন খাওয়া দাওয়া শেষ করে এসে বলে বসলেন মেনুতে নাকি মাছ নেই। ব্যাস একথা শুনেই কার্যত রেগে আগুন হয়ে ওঠেন পাত্র। ছাদনাতলায় দাঁড়িয়ে থাকা পাত্রীকে জিজ্ঞাসা করেন তাঁদের বাড়ির মেনুতে কী হয়েছে? মাছ নেই শুনে এরপর পাত্র নাকি মালাবদলের আগে সবার সামনে সপাটে চড় মারেন পাত্রীকে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থূল কাণ্ড বেঁধে যায় বিয়েবাড়িতে।
Uttar Pradesh Viral Marriage Video