আপনি পাখিকে বাসা তৈরি করতে দেখেছেন। হয়তো বাসাতে পাখির ডিম দেখেছেন। ডিম ফোটার পর বাচ্চার কিচির মিচিরও শুনেছেন। কিন্তু বাসা বাধা থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত সম্পূর্ন জীবন চক্রটা একসঙ্গে দেখেছেন। এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় দেখা গেছে। মাত্র ৫১ দিন লেগেছে পাখির বাসা বাধা-ডিম পাড়া-ডিম ফুটে বাচ্চা-এরপর বাচ্চা বড় হয়ে উড়ে যেতেও দেখা গেছে ৫১ দিনের এই ভিডিওতে। দেখুন সেই ভিডিও।
51 days of a bird's life