Advertisement

Viral Video: খুব চটেছে ভাল্লুক, তাড়া খেয়ে গাছে উঠল ব্যক্তি

ছোটবেলায় ভাল্লুক আর মানুষের একটা গল্প খুব শুনতাম। যেখানে দুই বন্ধু দাঁড়িয়ে। সামনে আসছে ভাল্লুক। তাকে দেখে এক বন্ধ পালিয়ে যায়। বেজার চাপে পড়ে অপরজন। সে পালানোর পথ খুঁজে না পেয়ে মরার মতো শুয়ে পড়ে। ভাল্লুক বিষয়টা আঁচ করতে পেরে, তাঁর কানের কাছে এসে বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলে গেছিল। সে তো গল্প কথা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাল্লুকের ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেখানে ভাল্লুক কোনও পরামর্শ দিচ্ছে না। বরং সে তাড়া করছে। ভাল্লুককে দেখে এক ব্যক্তির তখন প্রাণ যায় যায় অবস্থা। তিনি কোন দিকে যাবেন বুঝে পাচ্ছেন না। অবশেষে সামনে একটা গাছ দেখে, তখন তাঁর একটু স্বস্তি মিলেছে। তবে সেই স্বস্তি যে খুব বেশিক্ষণের ছিল, এমনটা নয়। কারণ ভাল্লুক যে গাছ ধরে দাঁড়িয়ে।

viral man chased by the bear and climbed the tree

Advertisement