Advertisement

Elephant Attacks: কেরলে এক মন্দির চত্বরে হাতি ক্ষেপে গিয়ে আরেক হাতিকে আক্রমণ, দেখুন VIDEO

কেরলে একটি মন্দির চত্বরে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। কেরালার থারক্কল মন্দিরের উৎসবে একটি হাতি বেপরোয়া হয়ে আরেকটি হাতিকে আক্রমণ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটেছে। যখন হাতি, গুরুভায়ুর রবিকৃষ্ণন, 'আম্মাথিরুবাদি' দেবতার মূর্তি বহন করে আনছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। অন্য আর এক হাতি পুথুপালি অর্জুনানকে আক্রমণ করে। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT