সদ্য বিয়ে হয়েছে। আর বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় নিজের বরকে মিথ্যা কথা বলে প্রাক্তন প্রেমিকের সঙ্গে গাড়িতে বসে দিব্যি ফুর্তি করছে স্ত্রী। আর তা জানার পরই ঘটনাস্থলে গিয়ে স্ত্রী ও তাঁরা প্রেমিককে হাতনাতে ধরে ফেলল স্বামী। যে দেখে আকাশ থেকে পরে স্ত্রী। তিনি কোথায় আছেন তাঁরা স্বামী কীভাবে জানল তা ভেবে কূলকিনাড়া করতে পারছিল না মহিলা। আর তাও আবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে। বিশ্বাস ভঙ্গ করায় স্বামীর মন ভেঙে গিয়েছে। এক ঝলক দেখুন সেই ভিডিও।
wife caught with ex boyfriend five days after marriage