Advertisement
পশ্চিমবঙ্গ

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ কোচবিহার, মৃত ২, জখম একাধিক

  • 1/8

রবিবার রাতে আচমকা কালবৈশাখীতে লণ্ডভণ্ড কোচবিহার সহ লাগোয়া এলাকা। লাগোয়া অন্য জেলাগুলিতে কিছুটা হলেও সবচেয়ে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় কোচবিহারেই। ঘটনায় ২ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ৷ আহত আরও একাধিক।

  • 2/8

কোতোয়ালি থানার শুকটাবাড়ি এলাকায় রাতে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ পুলিশ জানায় মৃত দুইজনের নাম জাহাঙ্গির আলম (১৯) ও ভোলা পাল (৬০)। এছাড়াও আহত হয়েছেন এই গ্রামের আরও ২০ জন। আহত দের কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

 

  • 3/8

রাতে ব্যাপক শিলাবৃষ্টি ও ঝড় হয় কোচবিহারে। এলাকায় প্রচুর বাড়ির চাল ঝড়ে উড়ে যায় বলে জানা গিয়েছে। গ্রামে গাছ পড়ে একাধিক বাড়ি ভেঙ্গে পড়ে।

Advertisement
  • 4/8

বন্ধ হয়ে যায় শুকটাবাড়ি এলাকায় একাধিক রাস্তা ৷ সকালেও বহু জায়গায় গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। 

  • 5/8

এ ছাড়াও বিদ্যুৎ এর খুঁটি উপড়ে বিপদ আরও বেড়েছে। শহর ও গ্রামাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎ সংযোগহীন। রাতেই কোচবিহার জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এলাকায় যান।

  • 6/8

ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ স্থানীয়রা অভিযোগ জানান উদ্ধারকাজ চলছে খুব ধীর গতিতে। প্রাকৃতিক বিপর্যয়ে তারা গৃহহীন হয়ে পড়েছেন।

  • 7/8

স্থানীয় বাসিন্দা হজরত আলী বলেন প্রথমে তারা বুঝতে পারেন নি এত বড় প্রাকৃতিক দুর্যোগ হবে৷ ঝড়ের সময় ঘরেই ছিলেন। বাড়ি ভেঙ্গে যায়। অনেক কষ্ট করে সন্তানকে বাঁচিয়েছেন ।

Advertisement
  • 8/8

গৃহহারা হয়ে দিশাহারা হয়ে পড়েছেন বহু মানুষ। অনেকের পক্ষেই গোটা বাড়ি মেরামত করার মতো ক্ষমতা নেই। তাদের সরকারি সাহায্য দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রশাসনিক সাহায্য চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Advertisement