আকাশ থেকে যেন আগুন ঝরাচ্ছেন সূর্যদেব। এই পরিস্থিতিতে রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় তাপপ্রবাহের আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ৭২ ঘণ্টা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে চলতে পারে তাপপ্রবাহ। তবে তারপর তাপমাত্রা কিছুটা নামতে পারে।
আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন - আপনি কি প্রমে পড়েছেন? বুঝে যাবেন এই ১০ লক্ষণে
পাশাপাশি এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে বুধবার থেকে কিছুটা কমতে পারে কলকাতার (Kolkata) তাপমাত্রা।
একইসঙ্গে দক্ষিণবঙ্গের (South bengal) নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পরিমান বাড়তেও পারে।