scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Summer Update : এই ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির কী পূর্বাভাস?

প্রতীকী ছবি
  • 1/7

আকাশ থেকে যেন আগুন ঝরাচ্ছেন সূর্যদেব। এই পরিস্থিতিতে রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় তাপপ্রবাহের আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ৭২ ঘণ্টা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে চলতে পারে তাপপ্রবাহ। তবে তারপর তাপমাত্রা কিছুটা নামতে পারে। 

প্রতীকী ছবি
  • 3/7

অন্যান্য বেশকিছু জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুনআপনি কি প্রমে পড়েছেন? বুঝে যাবেন এই ১০ লক্ষণে

প্রতীকী ছবি
  • 5/7

পাশাপাশি এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে বুধবার থেকে কিছুটা কমতে পারে  কলকাতার (Kolkata) তাপমাত্রা। 

প্রতীকী ছবি
  • 6/7

একইসঙ্গে দক্ষিণবঙ্গের (South bengal) নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পরিমান বাড়তেও পারে। 

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

Advertisement