
বাজ পড়ে মৃত্যু হল দ্বিতীয় বর্ষের এক ছাত্রর। মৃতের নাম মণিরুল শেখ। মুর্শিদাবাদের জীবন্তি লক্ষীনারায়ণ পুর গ্রামের ঘটনা।

বছর ২০-র মণিরুল স্থানীয় একটি বিলের মাঠে গিয়েছিলেন। সেখানে সকাল দশটা নাগাদ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়।

স্থানীয়দের দাবি, সেই সময়েই বাজের আঘাতে মৃত্যু হয় মণিরুলের। বহরমপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজ পড়ার সময়ে মণিরুলের বাবা কাছেই ছিলেন। বাজের আঘাতে মণিরুল জলে তলিয়ে যায়। তারপরেই অনেক খোঁজাখুজি পরে দেহ উদ্ধার হয়।

মণিরুলের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এর আগেও বাজ পড়ে রাজ্যে একাধিক মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময়ে সুরক্ষিত জায়গায় থাকারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।