Advertisement
পশ্চিমবঙ্গ

North Bengal Weather: দীপাবলির আগেই শীতের আমেজ উত্তরবঙ্গে, তাপমাত্রা নামার পূর্বাভাস

  • 1/8

আপাতত উত্তরবঙ্গের আবহাওয়ায় স্বস্তি, যদিও সিজন চেঞ্জে রোগ-জীবাণু বাড়ছে। তবে গরম ভাব প্রায় নেই বললেই চলে। এখনও পাখা বন্ধ হয়নি ঠিকই, তবে তা প্রায় বন্ধের মুখেই।

  • 2/8

উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই আবহাওয়া এখন মনোরম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পার করে শরতের আবহাওয়া ফিরেছে উত্তরের আকাশ-বাতাসে।

  • 3/8

উত্তরের আট জেলার সমতলে কোথাও তাপমাত্রা এখনও তেমন কমেনি। তবে বাতাস থেকে জলীয় বাষ্প অনেকটাই উবে গিয়েছে। যার ফলে গরম অনুভূত তেমন হচ্ছে না।

Advertisement
  • 4/8

সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে গ্রামে-গঞ্জে বা শহরতলির কোথাও। সারাদিন ঝকঝকে রোদের পর বিকেল হলেই ঝুপ করে নিভে যাচ্ছে আলো। 

  • 5/8

শীত না হলেও শীতের আমেজ জাঁকিয়ে বসেছে উত্তরবঙ্গের সর্বত্র। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের কোথাও আর তেমন অস্বস্তি নেই।

  • 6/8

তবে সমতলে মনোরম আবহাওয়া থাকলেও পাহাড়ে রীতিমতো ঠান্ডা জাঁকিয়ে বসেছে। তাপমাত্রা ১১-১২ ডিগ্রির বেশি কোথাও নয়। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ের আবহাওয়ায় ছুটির আমেজ।

  • 7/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলার আকাশই থাকবে পরিষ্কার। বিক্ষিপ্তভাবে দু'একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে তা তেমন বেশি নয়।

 

Advertisement
  • 8/8

পাহাড়ে ধস সতর্কতা জারি রাখা রয়েছে। যদিও প্রতিবেশি রাজ্য সিকিম ও ভুটানেও এখন আর বৃষ্টি নেই। ফলে উত্তরবঙ্গের সমতলের নদীগুলিতে জল নেমে গিয়েছে গত কয়েকদিনে।ব

Advertisement