Weather Update: কালীপুজো থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামী সোমবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ তারিখ এটি স্থলভাগের কাছাকাছি আসবে।
স্থলভাগের কাছাকাছি আসলেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি বাংলাদেশে আছড়ে পড়তে পারে।
বাংলাদেশের উপকূলে আছড়ে পড়লেও এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে পারে।