শিলিগুড়ির হিলকার্ট রোড। পুরনো ইতিহাস আর গুগল ঘাঁটলে মিলবে পাহাড়ে গরুর গাড়ি নিয়ে যাওয়া হত এই রাস্তাতেই। তাই নাম হিলকার্ট রোড।
সে দৃশ্য় এখন আর দেখা যায় না। কংক্রিট আর পিচে ঢাকা পড়েছে সেই রাস্তা। গরুর গাড়ি তো বটেই ইতিহাস হয়েছে অন্যান্য প্রাচীণ পরিবহণ।
রবিবর সেই স্মৃতি ফেরাল তৃণমূল। স্থায়ীভাবে নয়, তবেল প্রতিবাদের পথে নেমে সে পথেই দেশকে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি তাঁদের।
শিলিগুড়ির প্রধান রাস্তা হিলকার্ট রোডের ওপরে চলছে মোষের টানা গাড়ি। তার উপর চড়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের যাবতীয় জেলা নেতারা।
প্রতিবাদের সঙ্গে দিব্য়ি জমজমাট দৃশ্য় শিলিগুড়িতে। রবিবাসরীয় ছুটির দিনে যা তাড়িয়ে উপভোগ করল শিলিগুড়িবাসী। ঘরের জানালাকানি একটুকু ফাঁক করে গরিব রথে সওয়ার ঘাসফুলবাহিনী।
উদ্দেশ্য অবশ্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। বিগত কয়েকদিনের সঙ্গে তাল মিলিয়ে রবিবার বিকেলও এমনই অভিনব প্রতিবাদেই কাটল।
এদিন এই মোষে টানা গাড়ি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা শিলিগুড়ি জংশন এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলের নেতৃত্বে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।
রাজ্যজুড়ে তৃণমূলের তরফে দু'দিনব্যাপী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে।
তারই অঙ্গ হিসেবে গোটা রাজ্যের পাশাপাশি রবিবার দুপুরে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় জেলা তৃণমূলের তরফে।
এদিন মোষে টানা গাড়ি নিয়ে শিলিগুড়ি জংশন থেকে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। মোষে টানা এই গাড়ির উপরে বসে ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, সঞ্জয় পাঠকরা।