scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Corona: গত ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু, স্বস্তি দিচ্ছে সংক্রমণের গ্রাফও

 bengal corona
  • 1/8

 শনিবার রাজ্যে দৈনিক আক্রান্ত পৌঁছে গিয়েছিল প্রায় হাজারের দোরগোড়ায়। যা নতুন করে উদ্বেগ বাড়ছিল। তবে রবিবার অনেকটাই স্বস্তি মিললো। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।

 bengal corona
  • 2/8

 গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। শনিবার করোনা প্রাণ কেড়েছিল ১৭  জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৩  জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৯১৬ জন।
 

 bengal corona
  • 3/8

১১ জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে  ১৪,৯০১  জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৮৩  শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

Advertisement
 bengal corona
  • 4/8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৩১৪ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭৯ হাজার ৩১২। আর বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১২ হাজার ১২৯  জন। 
 

 bengal corona
  • 5/8

 বিধিনিষেধ শিথিল হওয়ার পরেও সংক্রমণ কমায় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তবে রাজ্যের সার্বিক করোনাগ্রাফ নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়াচ্ছে ৬ জেলা।
 

 bengal corona
  • 6/8

 রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন  ৮২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। 
 

 bengal corona
  • 7/8

এছাড়াও  পূর্ব মেদিনীপুর, হুগলি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের করোনা পরিস্থিতিও বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ জন, হুগলিতে ৭৫ জন, জলপাইগুড়িতে ৬০ জন এবং দার্জিলিংয়ে ৮০ জন।
 

Advertisement
 bengal corona
  • 8/8

অন্যদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৫০৬ জন।  সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন। দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন চার লাখ ৫৪ হাজার ১১৮ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। মহামারি শুরুর দিন থেকে আজ অবধি মৃত্যু হয়েছে চার লাখ আট হাজার ৪০ জনের। 

Advertisement