রবিবার পাহাড়ি পিছল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গেল গাড়ি। নিখোঁজ উত্তর প্রদেশের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ওই ছাত্রের বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে বলে জানা গিয়েছে।
ছাত্রের খোঁজ চালাতে সোমবার সকাল থেকে রিয়াং ফাঁড়ির পুলিশ ও তিস্তা-রঙ্গিত রেসকিউ দল নদীতে নেমে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নদী থেকে তুলে আনতে পারলেও এখন নিখোঁজ ওই ছাত্র। নিখোঁজ ছাত্রের পরিবারের সাথে যোগাযোগকরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কালিম্পঙে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির জেরে রবিবার ২৯ মাইলে ১০ নং জাতীয় সড়কে ধস নামে। যদিও টানা কয়েক ঘন্টা ধস সরানোর পরে ধস পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন।
এরপর রাতেই ২৯ মাইলের গেলখোলাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদ দিয়ে গড়িয়ে তিস্তায় তলিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পিকআপ ভ্যানটি প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়ার সামগ্রী নিয়ে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছিল।
একই সঙ্গে গাড়িটি করেই শিলিগুড়ি ফিরছিল বারাণসীর দুই ছাত্র ইশব যাদব ও আশুতোষ যাদব। এরা দুজনেই সিকিমের সিকিম মনিপাল ইনিস্টিউটের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া।
এদিন গাড়িটি কালিম্পঙের ২৯ মাইলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তিস্তায় পড়ে যায়। ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক বিজয় রায়। তবে ঘটনায় তিস্তায় তলিয়ে যায় পিকআপ ভ্যানটি।
যদিও ভাগ্যের জেরে গাড়ির চালক বিজয় এবং আশুতোষ কোনওক্রমে বেঁচে যান। কিন্তু তিস্তায় তলিয়ে যান ইশব যাদব। গতকাল রাত থেকেই পুলিশের উপস্থিতিতে নিখোঁজ ছাত্রের খোঁজে নেমেছে উদ্ধারকারী দল।