scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

করোনায় মৃত স্ত্রীর শ্রাদ্ধে স্বামী বসালেন বিনা পয়সার বাজার

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 1/11

করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে স্ত্রী। তাঁর শ্রাদ্ধে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে বিনা পয়সার বাজার বসিয়ে অন্যরকম শ্রাদ্ধ পালন করলেন এক ব্যক্তি।

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 2/11

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী গৌতম ঘোষ। চরম অসহায়তার এই সময়ে খাদ্য সামগ্রীগুলি পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষেরা।

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 3/11

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তে প্রতিদিন প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তাছাড়া প্রতিদিনই এই মারণ রোগ প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

Advertisement
স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 4/11

এমন অবস্থায় সম্প্রতি গত ৯ মে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী গৌতম ঘোষের স্ত্রী পাপিয়া ঘোষের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 5/11

তাই তারই স্মৃতির উদ্দেশ্যে রবিবার বিধাননগর এলাকায় দুঃস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন গৌতমবাবু। স্ত্রী'র শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেননি। করলেও কেউ আসত না। 

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 6/11

তাই বিকল্প বন্দোবস্ত করলেন তিনি। এদিন তিনি বিধাননগরের সিতু ভিটা গ্রামে স্থানীয় পুলিশ কর্মী বাপন দাসের সহযোগিতায় এই বিনা পয়সার বাজার আয়োজন করেন।

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 7/11

এই বিনা পয়সার বাজার থেকে চাল, ডাল, তেল এবং শুকনো কিছু খাবার তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষদের হাতে।  

Advertisement
স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 8/11

জানা গিয়েছে হরেকৃষ্ণপল্লি, বোরো লাইন ,জয়ন্তিকা ও মুরালিগঞ্জ চা বাগান এলাকার দুঃস্থ শ্রমিকেরা এই বাজার থেকে নিজেদের প্রয়োজনমতো খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যায়।

 

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 9/11

এদিন গৌতম ঘোষ বলেন, গত ৯ মে করোনায় মৃত্যু হয়েছে আমার স্ত্রী পাপিয়া ঘোষের। আর এখন শ্রাদ্ধ অনুষ্ঠান করলে লোকজন আসবে না।

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 10/11

হিন্দু হিসেবে নিজেদের পারলৌকিক কাজকর্ম তো করতেই হতো। কিন্তু এই পরিস্থিতিতে তো তা সম্ভব নয়। তাই বিকল্প কিছু ভাবছিলাম। 

স্ত্রীর শ্রাদ্ধে বিনা পয়সার বাজার
  • 11/11

তাই আমি সেই কথা মাথায় রেখে এই বিনা পয়সার বাজার বসিয়েছি। স্ত্রীকে তো আর ফিরে পাব না। তবে তার স্মৃতি রক্ষার্থে এই বাজার।

Advertisement