scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

প্রচারে করোনা, জগন্নাথ, ট্রাফিক নিরাপত্তা, সচেতনতার 'ইউনিক' রাখি শিলিগুড়িতে

সচেতনতার রাখি
  • 1/11

করোনা আবহে এ বছর দ্বিতীয় রাখি। গত বছরও করোনার ঘনঘটায় রাখিবন্ধন উৎসব ফিকে হয়ে গিয়েছিল। ফলে জমিয়ে আনন্দ করা যায়নি।

সচেতনতার রাখি
  • 2/11

এ বছরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ফলে এ বছরও নম নম করেই কাটবে বলেই মনে করা হচ্ছে। তার মধ্যেই শিলিগুড়ির একটি সামাজিক সংস্থা অন্যভাবে রাখিবন্ধন করতে চলেছে।

সচেতনতার রাখি
  • 3/11

রাখিবন্ধনের উৎসবকে জন সচেতনতা প্রচারের মাধ্যম করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিমের মহিলা সদস্যরা।

Advertisement
সচেতনতার রাখি
  • 4/11

আপাতত তাঁরা তাতেই ব্যস্ত। নিজেরাই তৈরি করছেন রাখি। কোভিড থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় রাখির মধ্যে ছবি দিয়ে গেঁথে দিচ্ছেন।

সচেতনতার রাখি
  • 5/11

শুধু কোভিডই নয়, ট্রাফিক সুরক্ষা, অন্য়ান্য সামাজিক সচেতনতা কিংবা হিতোপদেশকে তাঁরা রাখির মধ্যে বেঁধে ফেলছেন।

 

সচেতনতার রাখি
  • 6/11

সংস্থার পক্ষ থেকে শক্তি পাল জানিয়েছেন, মানুষকে শুধু মুখে বললে বা লিফলেট বিলি করলে যে কাজ হয়, এমন কোনও উদ্যোগের সঙ্গে জড়িয়ে এই কাজ করলে বেশি ভাল কাজ হয়।

সচেতনতার রাখি
  • 7/11

এটা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি। তাই রাখিবন্ধনের মত একটা সুন্দর সৌভ্রাতৃত্বের উৎসবকে সামাজিক কাজে ব্যবহার করা যায়, তাহলে তার চেয়ে ভাল কিছু হয় না।

Advertisement
সচেতনতার রাখি
  • 8/11

রবিবার রাখিবন্ধন। সকাল আটটা থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পথচলতি মানুষের হাতে সহযোদ্ধারা পথে নেমে বেঁধে দেবেন এই রাখিগুলি।

সচেতনতার রাখি
  • 9/11

সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে ইউনিকের এই অভিনব কোভিড ১৯ রাখিবন্ধন উৎসব চলবে পথে নেমেই।

সচেতনতার রাখি
  • 10/11

পাশাপাশি ওইদিন উৎসবে শামিল হবেন করোনাজয়ী বেশ কিছু ব্যক্তি। তাঁরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার আলোকে পথ দেখাবেন করোনার অন্ধকারে সন্ত্রস্ত মানুষকে।

সচেতনতার রাখি
  • 11/11

সংস্থার পক্ষ থেকে সবাইকেই আহ্বান জানানো হয়েছে, ইউনিক ফাউন্ডেশন টিমের মহিলাদের এই অভূতপূর্ব রাখিবন্ধন উৎসবে যোগ দিতে।

Advertisement