scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Darjeeling Temperature Down To Minus: দার্জিলিং ম্যাল-রাজভবনে মাইনাস ছুঁল পারদ, স্নোফল নাকি?

দার্জিলিং মাইনাসে
  • 1/8

Darjeeling Temperature Down To Minus: শৈত্যপ্রবাহে কাঁপছে দার্জিলিং। দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। ঠিকই শুনছেন হিমাঙ্কের নীচে অর্থাৎ শূন্য ডিগ্রির নীচে তাপমাত্রা। 

 

দার্জিলিং মাইনাসে
  • 2/8

বুধবার রাতে মাইনাসে চলে গিয়েছিল দার্জিলিং পার্বত্য এলাকার বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা। তা সত্ত্বেও তুষারপাত হয়নি। অবাক হয়ে গিয়েছেন এলাকাবাসীও।
 

মাইনাসে দার্জিলিং
  • 3/8

বৃহস্পতিবার সকালে রোদ উঠেছে, কিন্তু বাল্বের মতো। কোনও তেজ নেই। শুধু আলো আছে। তবে বেলা বাড়তেই সেইটুকুও লুকিয়েছে কাঞ্চনজঙ্ঘার আড়ালে। গত কয়েকদিন ধরেই রাত হতে না হতেই কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড় থেকে সমতল। সেই সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গবাসী।

Advertisement
মাইনাসে দার্জিলিং
  • 4/8

আবহাওয়া দফতর সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আপাতত মেঘ সরে গিয়েছে, তাতে তাপ বিকিরণের জেরে রাতের তাপমাত্রা কমছে 

মাইনাসে দার্জিলিং
  • 5/8

বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে গোটা উত্তরবঙ্গ জুড়েই বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মাইনাসে দার্জিলিং
  • 6/8

উত্তর সিকিমে তুষারপাত হচ্ছে। কিন্তু সান্দাকফু, ফালুট, টাইগার হিলের মতো উঁচু এলাকাতেও স্নো-ফল নেই। এমনকী বুধবার ম্যাল সংলগ্ন রাজভবন এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে। তবু তুষারপাত নেই।

মাইনাসে দার্জিলিং
  • 7/8

আবহাওয়াবিদরা জানাচ্ছেন শুধু তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে পৌঁছলেই হবে না, তুষারের জন্য চাই প্রয়োজনীয় জলীয় বাষ্প বা আর্দ্রতা। যার অভাবেই দার্জিলিংয়ে এখন তুষারপাত হচ্ছে না।

Advertisement
মাইনাসে দার্জিলিং
  • 8/8

বুধবার রাতে কোথায় কত ছিল তাপমাত্রা?

দার্জিলিং-মাইনাস ১ ডিগ্রি
গ্যাংটক- ৮.২ ডিগ্রি
কালিম্পং- ৬.৮ ডিগ্রি
শিলিগুড়ি- ১০.২ ডিগ্রি
জলপাইগুড়ি-৭.৬ ডিগ্রি
কোচবিহার-৭.৫ ডিগ্রি
মালদা-১১.৮ ডিগ্রি
বালুরঘাট-৯.০ ডিগ্রি

Advertisement