scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: জোড়া ফলায় শীত কি পাকাপাকি বিদায় নিচ্ছে? যা জানাল হাওয়া অফিস

West Bengal Weather Forecast
  • 1/10

শুরু হয়ে গিয়েছে মাঘ মাস। শীত শীত অনুভূত হলেও হাড়কাঁপানো ঠান্ডা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হয়নি। তবে ঠান্ডা আর কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং ভরা মাঘেই গরমের পূর্বাভাস রয়েছে।     

West Bengal Weather Forecast
  • 2/10

হাওয়া অফিস জানিয়েছে,আগামী কয়েক দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। দু’দিন রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও তা বেশি দিন স্থায়ী হবে না।

West Bengal Weather Forecast
  • 3/10

দু’দিন পর থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

Advertisement
West Bengal Weather Forecast
  • 4/10

হাওয়া অফিস জানিয়েছে,আগামী ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। তারপর থেকেই হু হু করে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হবে। 

West Bengal Weather Forecast
  • 5/10

২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজোয় ঠান্ডা থাকবে না। বরং রীতিমতো গরম পড়তে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

West Bengal Weather Forecast
  • 6/10

২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

West Bengal Weather Forecast
  • 7/10

কেন ঠান্ডা থাকবে না? হাওয়া অফিস জানিয়েছে, শীত উধাও হওয়ার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত।

Advertisement
West Bengal Weather Forecast
  • 8/10

আগামিকাল, শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। 

West Bengal Weather Forecast
  • 9/10

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত জোড়া ফলায় আপাতত শীত বিদায় নিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পে ঢুকবে রাজ্যে।

West Bengal Weather Forecast
  • 10/10

শীত কি ফিরবে? হাওয়া অফিস বলছে,তাপমাত্রা কমার কোনও লক্ষণ আপাতত নেই। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ার কতটা প্রভাব থাকে তার উপরে নির্ভর করছে। 
 

Advertisement