scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

জন্মাষ্টমীর দিনই মহানন্দায় মৎস্যাবতার, দৈত্যাকৃতি মাছ বেচেই দিলেন যুবক

বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 1/6

মহানন্দায় জল কমতেই উঠে এলে বিশাল আকারের একটি মাছ। ফুলবাড়ি মহানন্দা নদীর ব্যারেজে সোমবার সকালে প্রায় ৪০ কেজি ওজনের এই মাছটি হঠাৎ নদীর পারে আটকে ছিল।

বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 2/6

নদীতে জল আনতে গেলে ওই মাছটিকে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে সেটিকে কোনওমতে ডাঙায় তোলেন এবং মাছ দেখতে ভিড় জমে যায় ব্যারেজ এলাকায়। 

বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 3/6

এদিকে এত বড় আকারের মাছ হাতে পেয়ে বিপাকে পড়ে যান সেই ব্যক্তি। কারণ কি করে খাবেন ? এরপর কয়েকজন সিদ্ধান্ত নেন, ব্যারেজের ওপরে সেই মাছটিকে কেটে কিলো দরে বিক্রি করতে।

Advertisement
বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 4/6

মাছ কাটতেই ভিড় জমে যায় এবং ৫০০ টাকা কিলো দরে বিক্রি করছেন সেই ব্যক্তি।  করোনার পরিস্থিতিlতে ব্যবসায় মন্দার বাজারে হাতের কাছে এত বড় মাছ পেয়ে আত্মহারা ব্যারেজ এলাকার ওই যুবক।

বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 5/6

মাছটি আড় মাছ বা বোয়াল ঠিক করে বলতে পারছেন না ওই যুবক বা আশপাশের কেউই। তবে মাছটি খেলে যে ক্ষতি হবে না, তা নিয়ে তাঁরা নিশ্চিত। ফলে বিক্রি হচ্ছে দেদার।

 

বাঘা মাছে লক্ষ্মী লাভ
  • 6/6

বিক্রেতা যুবকের ধারণা ৪০ কেজি মাছ খুব কম করেও কেটে বাদ দিয়ে ৩৫ কেজি বিক্রি করবেন। তাতেও তার ১৭-১৮ হাজার লাভ থাকবে। বাকিটা বাড়ি নিয়ে যাবেন। এমন মাছ একটু না চেখে দেখলে হয় না কী ! 

Advertisement