রাজ্য জুড়ে পালিত হচ্ছে একদিনের পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির প্রতীকী ধর্মঘট। শিলিগুড়িতেও এদিন পালিত হয়েছে ধর্মঘট।
সপ্তাহের প্রথম দিন সোমবার দার্জিলিং ডিস্ট্রিক্ট ডেকোরেটর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা শহরের গান্ধী মূর্তির পাদদেশ প্রতীকী ধর্মঘটে শামিল হন।
অবিলম্বে তাদের দাবি পূরণের নিয়ে দীর্ঘক্ষণ গান্ধী মূর্তির পাদদেশ ফ্লাকাট নিয়ে দার্জিলিং জেলার ডেকরেটর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা।
করোনার কারণে গত দু'বছর ধরে লোকসানে ডেকোরেটার্স মালিকেরা তার ওপর বকেয়া রয়েছে টাকা আর যার জেরে চরম সমস্যায় ডেকোরেটার্স মালিকেরা।
সোমবার শিলিগুড়ি প্রধান ডাকঘরে সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিভিন্ন দাবি দাবা নিয়ে পথে নামল পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি ও দার্জিলিং ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের তরফে এই বিক্ষোভ-প্রতিবাদ থেকে বলা হয় ডেকোরেটার্স সহ লাইট,মাইক, ফুল ক্যাটারিং শিল্পকে বাঁচাতে 50 জনের বিধিবদ্ধ নিমন্ত্রণ এর তালিকা শিথিল করতে হবে।
এছাড়াও সরকারি দপ্তরে ডেকোরেটার্স দের দীর্ঘদিনের বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে। এছাড়াও এদিনের এই বিক্ষোভ থেকে জিএসটির উপরও আওয়াজ তোলা হয়।
বলা হয় ডেকোরেটার্স শিল্পের ওপর 18% করের পরিবর্তে 5 % করতে হবে। পাশাপাশি পুলিশ হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে এই ধর্মঘট।
এদিন বিক্ষোভ থেকে অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বাসবেন্দ্র রায় বলেন, গত দেড় বছর ধরে করোনার কারণে আজ ডেকোরেটার্স শিল্প চরম ক্ষতির মুখে।