Durga Puja 2021: পুজো আসছে। করোনা সংক্রমণের ভয় রয়েছে। তবে সবের মধ্য়েই সারা বাংলা মাতবে আনন্দে। আর এদিকে, বায়না না পেয়ে ধুঁকছেন হাবড়ার মহিলারা ঢাকিরা।
বলা চলে, পুরুষদের থেকে মণ্ডপে মহিলা ঢাকিদের উপস্থিতি বাড়তি নজর কাড়ছিল পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শকদের।
তাই ভাঁটা পড়েছে ঢাকিদের রুজি রোজগারে। করোনা গত দেড় বছরের বেশি সময় ধরে সব ছারখার করে চলছে। প্রভাব পড়েছে এখানেও।
উত্তর ২৪ পরগণার হাবড়ার বাণীপুর এলাকায় অশোকনগরের কয়াডাঙ্গা এলাকার অমূল্যচন্দ্র নন্দী রিদিম মিউজিক কলেজ নামে একটি ঢাক প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত ঢাকিরা সাংবাদিক সম্মেলন করে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
এ ছাড়াও ৩০-৩৫ জন পুরুষ ঢাকি। প্রত্যেকেরই একই সমস্যা। এবার তেমন বায়না হয়নি। সরকারি প্রোগ্রাম মেলেনি।
তাই সমস্যায় প্রত্যেকেই। ঢাকশিল্পীদের আবেদন, ঢাকের সঙ্গে যুক্ত শিল্পীদের বর্তমানে করোনা পরিস্থিতির কথা ভেবে যেন সাহায্য করে সরকার।