scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: পারদ কমার সঙ্গে আবারও বৃষ্টিপাত উত্তরবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 1/8

কয়েকদিন পারদ পতনের পর রবিবার সকালে সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রার পারদ। যদিও তার প্রভাব উত্তরবঙ্গের আবহাওয়ায় নেই।

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 2/8

আপাতত তাপমাত্রা বাড়ার কোনও পূর্বাভাস তো নেইই, বরং আরও ঠান্ডা পড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 3/8

উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শীত ঢোকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 4/8

শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যাও বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। ডুয়ার্স ও দার্জিলিংয়ে এখন পর্যটকদের ভিড়। সবাই শীতের আমেজ নিতে ছুটছেন উত্তরবঙ্গে।

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 5/8

তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। রাত হলেই কুয়াশা-হিম পড়ছে বিভিন্ন জেলাগুলিতে। আবার ভোর পর্যন্ত ঢেকে রাখছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 6/8

এদিকে আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 7/8

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে,২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। 

 

Advertisement
শীত ও বৃষ্টি উত্তরবঙ্গে
  • 8/8

আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা

Advertisement