রাজ্যে শীতের আমেজ ভরপুর। যদিও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের চেয়ে কিছুটা বেশি।
শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যেটি ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনও রাজ্যে এই হিমেল পরশ বজায় থাকবে। এমনকী আগামী সপ্তাহে আরও একটু পারদ পতন হতে পারে।
অন্যদিকে আপাতত আগামী ২৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরের (North Bengal) জেলাগুলিতেও।
আরও পড়ুন - বারুইপুর হত্যাকাণ্ড : করাত দিয়ে বাবার দেহ কাটে রাজু, ফের উদ্ধার দেহাংশ