scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast For Friday: নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 1/8

বারবার বিদায় নিয়েও ফিরে আসছে বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে কিছুতেই যেতে চাইছে না। পুজোর বাকি আর কয়েকটা দিন। তার আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি উত্তরবঙ্গের একাধিক জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 2/8

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এদিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 3/8

আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 4/8

ফের বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যা শক্তি বাড়িয়ে শুক্রবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার দুপুরের পর থেকেই রাজ্যের উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 5/8

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার, শনিবার, রবিবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/8

এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/8

শনিবার উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। আকাশ টানা মেঘলাই থাকবে। বেলার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিহার রাতের পরে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/8

পাহাড়ে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সন্ধ্যার পর থেকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। তবে বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement