ফের নিম্নচাপের ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে একটি নিম্নচাপ (Low Pressure)।
এর ফলে আগামী ১০ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানাচ্ছে, ১০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ২-১ জায়গায়।
১১ এবং ১২ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata), হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায়।
আরও পড়ুন - ডায়াবেটিস কন্ট্রোল করে কুমড়োর বীজ, টেনশনও দূর করে, এক কথায় মহৌষধ
আর ১৩ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে। নিম্নচাপের জেরে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।