scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Siliguri-Darjeeling Toy Train Suspended: আপাতত বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন, কবে চালু হবে?

টয় ট্রেন বন্ধ
  • 1/8

আজ শুক্রবার থেকে তিনদিনের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী (Siliguri-Darjeeling) টয়ট্রেন (Toy Train) পরিষেবা। আপাতত শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবাই শুধু চালু থাকবে বলে জানিয়েছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে (DHR) কর্তৃপক্ষ।

টয় ট্রেন বন্ধ
  • 2/8

তবে ঘুম-দার্জিলিং (Ghum-Darjeeling) এর জয় রাইড (Joy Ride) পরিষেবায় কোনও বিঘ্ন ঘটবে না বলেই উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR) সূত্রে জানানো হয়েছে। ফলে পর্যটকদের যদি পরিকল্পনা থাকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার তাদের সোমবার থেকে টিকিট কিনতে বলা হয়েছে।

টয় ট্রেন বন্ধ
  • 3/8

রেলের ওয়েবসাইটেও শুক্র-শনি ও রবিবারের টয়ট্রেন পরিষেবা বাতিল বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে আগে থেকে যাদের টিকিট কাটা ছিল, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement
টয় ট্রেন বন্ধ
  • 4/8

কার্শিয়াং থেকে ঘুমের মাঝে টয় ট্রেন লাইনে সমস্যা তৈরি হয়েছে। সেটি মেরামতির জন্য NJP স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকছে।

টয় ট্রেন বন্ধ
  • 5/8

সম্প্রতি পাহাড়ে ব্যাপক বৃষ্টি ও ক্রমাগত টয় ট্রেন লাইনে ধস পড়েছে। বহু জায়গায় লাইনগুলির নীচে ফাটল তৈরি হয়েছে। ফলে একাধিবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটছে। তাই বিপদ ঘটার আগেই মেরামতি জরুরি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

টয় ট্রেন বন্ধ
  • 6/8

সামনেই পুজোর মরশুম, সে সময় যাতে পর্যটকদের ভরা সময়ে কোনও সমস্যা তৈরি না হয়, তাই আগেভাগেই রেস্টোরেশনের কাজ করছে রেল। প্রয়োজনে আরও কয়েক দফায় মেরামতির কাজ করা হবে বলে জানানো হয়েছে। 

টয় ট্রেন বন্ধ
  • 7/8

এই সময় পাহাড়-তরাই-ডুয়ার্সে প্রাক মরশুম চলছে। তাই এখন পর্যটকদের চাপ কিছুটা কম। সেই সুযোগে মেরামতির কাজগুলি করে নেওয়া হচ্ছে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃক্ষের তরফে জানানো হয়েছে। 

 

Advertisement
টয় ট্রেন বন্ধ
  • 8/8

সপ্তাহখানেক আগে তিনধারিয়ার কাছে টয় ট্রেন লাইনে ধস নামে। আটকে পড়েন দার্জিলিং থেকে আসা যাত্রীরা। পরে গাড়িতে তাঁদের শিলিগুড়ি নিয়ে ফিরিয়ে আনা হয়। তাই অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই সাবধানতা অবলম্বন করা হচ্ছে।

Advertisement