scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরে ফের আবহাওয়ায় ভোলবদল, কী বলছে হাওয়া অফিস?

উত্তরে বৃষ্টি কমবে
  • 1/10

টানা কয়েকদিন ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার কোনও বৃষ্টি হয়নি। ফলে বেশ কিছুদিন পর শুকনো আবহাওয়া পরখ করলো উত্তরবঙ্গের জনতা। 

উত্তরে বৃষ্টি কমবে
  • 2/10

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

উত্তরে বৃষ্টি কমবে
  • 3/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অগাস্ট শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

Advertisement
উত্তরে বৃষ্টি কমবে
  • 4/10

বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরে বৃষ্টি কমবে
  • 5/10

উত্তরের জেলাগুলিতে বৃষ্টি কমতেই আবহাওয়া অস্বস্তিতে রাখতে শুরু করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোগাচ্ছে সাধারণ বাসিন্দাদের।

উত্তরে বৃষ্টি কমবে
  • 6/10

তবে শুক্রবারও সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে আগের চেয়ে অনেকটাই কম। অতিভারী বৃষ্টি আপাতত হবে না।

উত্তরে বৃষ্টি কমবে
  • 7/10

অন্যদিকে কয়েকদিন ধরে উত্তরবঙ্গের নদ-নদীগুলিতে যে কমলা সতর্কতা জারি করা হয়েছিল, তা আপাতত তুলে নেওয়া হয়েছে। বলা যায় এ যাত্রা বিপদ কেটেছে।

Advertisement
উত্তরে বৃষ্টি কমবে
  • 8/10

পাহাড়ে ধসের সতর্কতা তুলে নেওয়া হয়নি, কারণ অতীতে দেখা গিয়েছে যে বৃষ্টি কমলেও মাটি শুকনোর সময় ধস নামে। তাই আপাতত সতর্কতা জারি রাখা হয়েছে।

উত্তরে বৃষ্টি কমবে
  • 9/10

পাহাড়ে তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্য়েই ঘোরাফেরা করবে। তাপমাত্রা তেমন বাড়ার কোনও সম্ভাবনা নেই। সমতলে তাপমাত্রা তেমন না বাড়লেও অস্বস্তি থাকবে।

উত্তরে বৃষ্টি কমবে
  • 10/10

উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা কিছুটা ভোগাবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতেও। তাই বৃষ্টি হলেই স্বস্তি ফিরবে।

Advertisement