scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: প্রতীক্ষার অবসান, পাকাপাকিভাবে শীত নামছে উত্তরবঙ্গে, কবে?

শীত নামছে উত্তরবঙ্গে
  • 1/8

উত্তরবঙ্গে জাঁকিয়ে না হলেও ধীরে ধীরে পাঞ্জা কষছে শীত। দু'তিন দিন ধরেই তাপমাত্রা কমছে। সোমবার সকাল থেকেই বাতাসে শীতের পুরোদস্তুর আমেজ রয়েছে।

শীত নামছে উত্তরবঙ্গে
  • 2/8

শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহের মতো সমতলে বাতাসে সকালে থাকছে আর্দ্রতা, যা বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছে।

শীত নামছে উত্তরবঙ্গে
  • 3/8

রোদের তাপ মরে গিয়ে ঝাঁঝ আপাতত উধাও। সেই সঙ্গে শুকনো আবহাওয়ায় শীতের ছোঁয়া। দিনের বেলাতেও হালকা শীতপোশাক প্রয়োজন পড়ছে।

Advertisement
শীত নামছে উত্তরবঙ্গে
  • 4/8

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 

শীত নামছে উত্তরবঙ্গে
  • 5/8

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শীত নামছে উত্তরবঙ্গে
  • 6/8

আগামী  ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বইবে উত্তুরে হওয়া।

শীত নামছে উত্তরবঙ্গে
  • 7/8

আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকাল-সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে।

 

Advertisement
শীত নামছে উত্তরবঙ্গে
  • 8/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও ১ সপ্তাহ লাগবে পাকাপাকি শীত নামতে। এখন সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গের বাসিন্দারা।

Advertisement