scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

দীর্ঘ বিরতির পর শর্ট অ্যান্ড ডকু-ফিল্ম ফেস্টিভ্যাল ঘিরে উৎসাহ শিলিগুড়িতে

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 1/7

শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে শিলিগুড়িতে দুদিনব্যাপী আয়োজন হয় শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'। সোমবার এই ফেস্টিভ্যালে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। জানা গিয়েছে, দুদিনব্যাপী চলা এই ফেস্টিভ্যালে ১২ টি ছোটো ছবি ও ৭ টি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সোমবার এই অনুষ্ঠান থেকে ৭টি ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়।

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 2/7

করোনার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিনেমা হলগুলি। তবে বর্তমানে মানুষ ঘরবন্দি জীবনে নিজেদের এন্টারটেনমেন্ট-এর অন্যতম পন্থা হিসেবে বেছে নিচ্ছে ডিজিটাল মাধ্যমকে। এছাড়াও করোনার কারণে বড় ছবি এবং সিনেমা শুটিং প্রায় বন্ধ রয়েছে বলেই চলে।

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 3/7

তবে এই সুযোগে বেশ কিছু ছোট ছোট ছবি এবং তথ্য চিত্র তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যের সিনেমাপ্রেমীরা। আর সেই সমস্ত সিনেমাগুলিকে নিয়ে দু'দিনব্যাপী শিলিগুড়িতে চলে শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ফেস্টিভ্যাল।

Advertisement
শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 4/7

সোমবার এই ফেস্টিভ্যালের সমাপ্তির ঘোষণা করা হয়। শিলিগুড়ি সিনে সোসাইটির প্রতিষ্ঠাতা স্বপন সরকার স্মারক বক্তৃতা আয়োজন করা হয়। এরপরই এদিনের এই অনুষ্ঠান থেকে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ছোট ছবি ও তথ্য চিত্রের জন্য পুরস্কৃত করা হয়।

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 5/7

মোট ৭ টি বিভাগে পুরস্কৃত করা হয়। এরমধ্যে Best Short Fiction বিভাগে " ফালতুলোক" ছবির জন্য ডিরেক্টর এবং প্রডিউসার অন্তরা বন্দ্যোরপাধ্যায়কে পুরস্কৃত করা হয়। এদিন পুরস্কার হিসেবে শংসাপত্র একটি মিমেন্টো এবং ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 6/7

Special Jury Mention (2nd Best Short Fiction): KHULA AASMAN সুরভী দেওয়ানকে 15 হাজার টাকার চেক ও মিমেন্টো শংসাপত্র দেওয়া হয়। Best Direction (Short Fiction): FALTU LOK ছবির জন্য অন্তরা ব্যানার্জিকে পুরস্কৃত করা হয়।  Prashna ছবির জন্য Best Cinematography (Short Fiction) পুরস্কার তুলে দেওয়া হয় অর্জুন বালকৃষ্ণানকে।

 

শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল'
  • 7/7

ব্রউহাহা ছবির এডিটিং এর জন্য  Editing (Short Fiction) Gaurav Madan পুরস্কৃত করা হয়। খুলা আসমান ছবির জন্য Best Script (Short Fiction) পুরস্কৃত করা হয় সুরভী দেওয়ানকে। সেরা তথ্যচিত্র বিভাগে  প্রান্তিক বসুকে তার তথ্যচিত্র PALACE OF COLOURS এর জন্য কুড়ি হাজার টাকার চেক শংসাপত্র মেমেন্টো তুলে দেওয়া হয়।

Advertisement