Advertisement
পশ্চিমবঙ্গ

ঋদ্ধিমান সাহার ক্লাবের প্রাক্তন সম্পাদকের স্মৃতিতে কাঙালিভোজনে ক্লাব সদস্যরা

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 1/7

পরিতোষ ভৌমিক নামটা শিলিগুড়ির অগ্রগামী সংঘ ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্লাব যতদিন থাকবে ততদিন ক্লাবের ছোট-বড় সকলের প্রিয় মিঠুদার নামও অমর হয়ে থাকবে।

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 2/7

আন্তর্জাতিক ক্রিকেটার ঋদ্ধিমান সাহার নিজের ছোটবেলার ক্লাব অগ্রগামী সংঘের প্রাক্তন সম্পাদক পরিতোষ ভৌমিক স্মরণে তাঁর ক্লাবের  সতীর্থরা এক কাঙালি ভোজনের আয়োজন করে।

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 3/7

২৭ এপ্রিল মিঠুদার মৃত্যু দিবস। ২০১৯ সালের এই দিনেই তিনি অসংখ্য গুণমুগ্ধ ও প্রিয় সতীর্থদের রেখে চলে গিয়েছেন। শেষ অসুস্থ হওয়ার কদিন আগে পর্যন্ত ক্লাবের সব সময়ের সঙ্গী ছিলেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার শেষ কদিন ছাড়া ক্লাবের হয়ে কাজ করে গিয়েছেন। 

Advertisement
পরিতোষ ভৌমিক স্মরণে
  • 4/7

মিঠুদা নিজেও ছিলেন প্রাক্তন খেলোয়াড়। বিভিন্ন খেলায় তাঁর পারদর্শিতা ছিল। তবে তিনি ক্লাব পরিচালনায় বিশেষ দক্ষ হয়ে উঠেছিলেন নিজের ম্যানেজমেন্ট ক্ষমতার গুণে। মারা যাওয়ার বছরও তাঁকে ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে মাঠে গিয়ে পড়ে থাকতে দেখেছেন অনেকেই। তাই তাঁর নাম উঠলে এখনও গলা ভারী হয়ে আসে তাঁর অনুসারীদের।

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 5/7

মঙ্গলবার তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ক্লাবের ছেলেরা মিলে পাঁচশো জনকে রান্না করা খাবার খাওয়ানোর বন্দোবস্ত করেন। নিজেদের হাতে তা বিতরণও করেন।

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 6/7

ক্লাব সমর্থক ও দীর্ঘদিন মিঠুদাকে খুব কাছ থেকে দেখা পার্থসারথি দাস জানিয়েছেন, মানুষটাকে লোকে পাগল বলতো। তিনি ছিলেন ক্লাব পাগল। ক্লাবের জন্য তাঁর কখনও সময়ের অভাব হয়নি।

পরিতোষ ভৌমিক স্মরণে
  • 7/7

মঙ্গলবার বিকেলে ক্লাব কক্ষে মিঠুদার স্মরণসভাও অনুষ্ঠিত হয়। তাঁর স্মরণে ভারাক্রান্ত হয়ে পড়েন অনেকেই। মিঠুদার ক্যারিজমা এমনই, অন্তরালে চলে যাওয়ার পরও তাঁর কথা স্মরণ করতে গিয়ে গুণমুগ্ধরা মনে করেন তিনি আশপাশেই আছেন। 

Advertisement