পাচারের পথে টিয়া পাখি উদ্ধার বনদপ্তর। অভিযান চালিয়ে পাচারের আগেই টিয়াপাখি উদ্ধার করল বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি লাগোয়া ক্যানেল রোড এলাকায় অভিযান চালায় বন কর্মীরা।
অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের অন্তর্গত সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট ৫৫ টি টিয়াপাখি
ধৃত যুবকদের নাম, দীনেশ দাস ও সাজ্জাদ আলম। দুজনেই বিহারের বাসিন্দা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা যোগবানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে ৫১২ টি টিয়া পাচারের আগে উদ্ধার করেছিল আরপিএফ।
একইভাবে জলপাইগুড়ি জেলার গরুমারা বনবিভাগ অভিযান চালিয়ে গবরুধরা এলাকা থেকে ৬০টি টিয়া উদ্ধার করেছিল।
বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরি কৃষ্ণাণ জানান, "ওই টিয়াগুলো মালবাজার থেকে বিহারের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তার আগেই অভিযানে টিয়াগুলোকে উদ্ধার করা হয়েছে। তাদের কিছুদিন পর্যবেক্ষণে রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।