scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

হাজারের কাছাকাছি Covid আক্রান্ত পূর্ব রেলে, ট্রেন কি চলবে?

করোনার থাবা রেলে
  • 1/9

করোনা ইতিমধ্যেই হানা দিয়েছে কলকাতা পুলিশে। এবার সংক্রমণ ছড়াল রেলেও। গত এক সপ্তাহে হাজারের কাছাকাছি সংক্রমিত হয়েছেন পূর্ব রেলে। 

করোনার থাবা রেলে
  • 2/9

হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশন মিলিয়ে এক সপ্তাহে হাজারের কাছাকাছি আধিকারিক ও কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পূর্ব রেল।   

করোনার থাবা রেলে
  • 3/9

ফোনে আজতক বাংলাকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ২৮৫ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। সবমিলিয়ে হাজারের কাছে চলে গিয়েছে সংক্রমণ। 
 

Advertisement
করোনার থাবা রেলে
  • 4/9

তবে এবার ট্রেন চালক, সহকারী চালক ও গার্ডদের তুলনায় অফিসাররা বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন একলব্য চক্রবর্তী। 

করোনার থাবা রেলে
  • 5/9

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কথায়,''অফিসাররা এবার বেশি আক্রান্ত হয়েছেন। ট্রেন চালক, গার্ডরা তুলনায় কম।''  
 

করোনার থাবা রেলে
  • 6/9

একলব্য চক্রবর্তী জানান, এবার আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাই পরিষেবায় কোনও প্রভাব আপাতত পড়ছে না। 
 

করোনার থাবা রেলে
  • 7/9

দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কেএস আনন্দ জানান, তাদের শাখার ৪৪ কর্মী গার্ডেনরিচ হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তার ও নার্সরাও আক্রান্ত হয়েছেন। সংক্রামিত হয়েছেন আরও অনেকে।        

Advertisement
করোনার থাবা রেলে
  • 8/9

পরিষেবায় কি প্রভাব পড়বে? রেল পরিবেষায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে দুই শাখা। পূর্ব রেল জানিয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আপাতত কোনও প্রভাব পড়ছে না। দক্ষিণ পূর্ব রেলের বক্তব্যও তা-ই। ট্রেন চালাতে সমস্যা হবে না।   

করোনার থাবা রেলে
  • 9/9

রাজ্যে করোনার বাড়বাড়ন্ত রুখতে কঠোর বিধিনিষেধ জারি করেছে নবান্ন। প্রথমে ৭টা পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছিল। কিন্তু স্টেশনে বিপুল ভিড় ও যাত্রী-বিক্ষোভ দেখে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করে রাজ্য সরকার। রাত ১০টা পর্যন্ত ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। 

Advertisement