বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ঝকঝকে রোদ ওঠে। দিনভর পরিষ্কার আবহাওয়ার পর হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকায় প্রবল বৃষ্টি নামে।
বৃহস্পতিবার কয়েক ঘন্টার বিক্ষিপ্ত বৃষ্টির পর শুক্রবার উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স ও অন্য জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উল্লিখিত দুই জেলা ছাড়াও দার্জিলিং-এ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলির পরিস্থিতি একই থাকার সম্ভাবনা। আপাতত দুদিন জেলাগুলির তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
পরের দু-তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বাড়বে। আপাতত আর্দ্রতা থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় টানা বৃষ্টি।