নিম্নচাপের (Low Pressure) জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, বর্তমানে বাংলার ওপরে সরাসরি কোনও নিম্নচাপ না থাকলেও এখনও ফাঁড়া কাটেনি।
ফলে আগামী ৩-৪ দিন বাংলায় বৃষ্টি চলবে। বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও সংলগ্ন এলাকায়।
পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। তারই প্রভাব পড়ছে বাংলায়।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে।
এক্ষেত্রে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন - একদিনে ৫০০-র বেশি ডেঙ্গি আক্রান্ত রাজ্যে, জ্বরের ধরন কেমন?
অন্যদিকে আগামী রবিবার (Sunday) দক্ষিণবঙ্গে নতুন করে ঘূর্ণাবর্ত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।