টানা কয়েকদিন বৃষ্টির পর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন সমতল এলাকায় সারাদিনে বৃষ্টি হয়নি। রবিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুকনোই ছিল দিনের আবহাওয়া।
তাতে অবশ্য খুশি এই সমস্ত জেলাগুলির বাসিন্দারা। দীর্ঘদিন পর সারাদিন শুষ্ক আবহাওয়া মিলেছে, পুজোর আগে যা কম নয়। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শেষের দিকে। সেটা ভাবাচ্ছে এলাকাবাসীকে।
তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে কোচবিহার ও মালদায় সামান্য বৃষ্টি হয়েছে দু'একটি জায়গায়। তবে তা সামগ্রিক বিচারে ধর্তব্যের মধ্যে পড়ে না।
এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে সব ক'টি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী কয়েকদিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে আর্দ্রতা থাকলেও তা তেমন একটা অস্বস্তিতে ফেলবে না।