পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যেটা ২০ তারিখ কিছুটা পশ্চিমে গিয়ে নিম্নচাপ (Low Pressure) তৈরি করতে পারে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, এই নিম্নচাপের প্রভাব মূলত থাকবে ওড়িশায়। কিছুটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে।
ফলে ২০-২১ তারিখ নাগাদ উপকূলবর্তী জেলা অর্থাৎ, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে। এরমধ্যে ২১ তারিখ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন - পুজোর শপিংয়ে মাথায় রাখুন এই ৪ বিষয়, প্যান্ডেলে আপনিই হয়ে উঠবেন সবার সেরা
অন্যদিকে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার ক্ষেত্রেও আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে মেঘলা আকাশ।