scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast Monday: একনাগাড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, কতদিন-কোথায় ভারী বৃষ্টি?

উত্তরের বৃষ্টি
  • 1/10

শনিবার রাত থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যার রেশ রয়েছে রবিবারও। দিনভর আরামদায়ক আবহাওয়া উত্তরবঙ্গের সমতলেও।

উত্তরের বৃষ্টি
  • 2/10

রবিবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে গোটাদিনই ঠান্ডা হাওয়া বয়েছে,আকাশ ছিল মেঘলা।

উত্তরের বৃষ্টি
  • 3/10

সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দিনভর উত্তরের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 

Advertisement
উত্তরের বৃষ্টি
  • 4/10

আগামী ৩-৪ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরের বৃষ্টি
  • 5/10

উত্তরবঙ্গে আগামী ৫ দিন ধরেই ভাল পরিমাণ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। তবে জেলাগুলিতে অসম পরিমাণ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। কোথাও অতিভারী আবার কিছু এলাকা শুকনোই থেকে যেতে পারে।

উত্তরের বৃষ্টি
  • 6/10

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

উত্তরের বৃষ্টি
  • 7/10

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
উত্তরের বৃষ্টি
  • 8/10

তবে মঙ্গলবারে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি পরের দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারেও চলতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। 

 

উত্তরের বৃষ্টি
  • 9/10

আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। গত কয়েক মাসে এই প্রথম বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা কমেছে। ফলে খানিকটা স্বস্তি ফিরেছে।

উত্তরের বৃষ্টি
  • 10/10

পাহাড়ে বৃষ্টি হবে অন্যান্য় এলাকার সঙ্গেই। ফলে ধস সতর্কতা জারি রয়েছে। তবে পাহাড়ে বৃষ্টি হলেও তা অতিভারীতে পরিণত হবে না বলেই পূর্বাভাসে অনুমান করা হয়েছে।

Advertisement