West Bengal Weather: আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
শুধুমাত্র মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে- এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত কোনও নিম্নচাপের দেখা নেই। ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।
আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। থাকবে রোদের তীব্রতাও। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।