উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে প্রবল বর্ষণ। মাঝের দাবদাহ পরিস্থিতি তো কবেই উধাও, এখন প্রবল বৃষ্টিতে সিক্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ।
উত্তরের দিকে সরছে সক্রিয় মৌসুমী বায়ু। তার জেরে শুক্রবার, ২৯ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব কটি জেলায়।
শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এমন সতর্কতাই জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ফলে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, বেশি বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায় ধস নামতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও।
শুক্রবার থেকে আগামী মঙ্গলবার, ২ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী মঙ্গলবার পর্যন্ত রোজই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। ফলে পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে সতর্ক করা হয়েছে পর্যটকদের।
আবহাওয়াবিদদের মতে, টানা বৃষ্টিতে উত্তরের নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে।
কালজানি, তোর্সা, আত্রেয়ী, মহানন্দা, তিস্তা, করলা, করতোয়া, বালাসন, বুড়ি বালাসন, গঙ্গা, ফুলহর, মূর্তি, ঘিস, লিস, কুর্তি নদীগুলিতে জল বাড়বে বলে জানানো হয়েছে।