scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Heavy Rain In North Bengal: উত্তরবঙ্গে প্রবল বর্ষণে বন্যা-শঙ্কা, জারি হলুদ-কমলা সতর্কতা

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 1/10

উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে প্রবল বর্ষণ। মাঝের দাবদাহ পরিস্থিতি তো কবেই উধাও, এখন প্রবল বৃষ্টিতে সিক্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 2/10

উত্তরের দিকে সরছে সক্রিয় মৌসুমী বায়ু। তার জেরে শুক্রবার, ২৯ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব কটি জেলায়।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 3/10

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এমন সতর্কতাই জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ফলে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 4/10

আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, বেশি বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায় ধস নামতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 5/10

শুক্রবার থেকে আগামী মঙ্গলবার, ২ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 6/10

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 7/10

আগামী মঙ্গলবার পর্যন্ত রোজই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। ফলে পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে সতর্ক করা হয়েছে পর্যটকদের।

Advertisement
উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 8/10

আবহাওয়াবিদদের মতে, টানা বৃষ্টিতে উত্তরের নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 9/10

কালজানি, তোর্সা, আত্রেয়ী, মহানন্দা, তিস্তা, করলা, করতোয়া, বালাসন, বুড়ি বালাসন, গঙ্গা, ফুলহর, মূর্তি, ঘিস, লিস, কুর্তি নদীগুলিতে জল বাড়বে বলে জানানো হয়েছে।
 

 

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে
  • 10/10

বৃষ্টিপাত আপাতত চলবে। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টি বন্ধ থাকলে আর্দ্রতা ভোগাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement