
মুম্বইয়ে ২ কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে এসে গা ঢাকা দিয়েছিল দুই অভিযুক্ত। যদিও তাতেও শেষরক্ষা হল না।

ওই দুই অভিযুক্তকে শিলিগুড়ির বিধান রোডের একটি হোটেল থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশের একটি দল।

সোমবার ভোরে শিলিগুড়ি বিধান রোডে একটি হোটেল থেকে মুম্বই পুলিশের ও পানিট্যাঙ্কি ফাঁড়ির অভিযানে গ্রেফতার হন ওই দুই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অশ্বিনী প্যাটেল ও রাম কুমার। দুজনের বিরুদ্ধেই আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, মুম্বইয়ে একটি ভুয়ো সংস্থা খুলেছিল তারা। সেখানেই ২ কোটি টাকা নেয় এক ব্যক্তির কাছ থেকে।

এর পর সেই টাকা বাড়িয়ে মোটা টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেয়। বারবার ঘুরে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি।

এরই মাঝে একদিন পাওনা টাকার তাগাদা দিতে গিয়ে দেখে বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার অফিস।

পুলিশে অভিযোগের পর তদন্ত শুরু হয়। মুম্বই থেকে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

সেখান থেকে পালিয়ে বেশ কিছুদিন কলকাতায় গা ঢাকা দিয়ে থাকে তারা। পরে সেখান থেকে তারা শিলিগুড়িতে চলে আসে।

মুম্বই পুলিশের টিম সারারাত শিলিগুড়ি বিভিন্ন হোটেলে তল্লাশি চালানোর পর বিধান রোডে একটি হোটেল থেকে অশ্বীন প্যাটেল সুরতের বাসিন্দা। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাদের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে।