scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

মালদা মেডিক্যাল কলেজে এমার্জেন্সির সামনে হাঁড়িতে ঝুলছে সাপ!

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 1/7

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। কী রয়েছে তাতে? কৌতুহলি জনতার ভিড় জমে যায় সাত সকালেই।
 

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 2/7

বেশ কয়েকজন অত্যুৎসাহীর উপস্থিতিতে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরা  গাছ থেকে হাঁড়ি নামিয়ে তার মুখে বাঁধা কাপড় খুলতেই চক্ষু চড়কগাছ। তার মধ্যে রাখা একটি বিষাক্ত সাপ।

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 3/7

যদিও মুখটি গামছা দিয়ে বাঁধা ছিল। তবু এমন অভাবনীয় ঘটনায় হকচকিয়ে যান উপস্থিত জনতা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে মালদা মেডিক্যাল কলেজ চত্বরে।

Advertisement
হাঁড়িতে ঝুলছে সাপ
  • 4/7

পরে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরাই ফের কলসির গামছা ভালভাবে এঁটে জঙ্গলে উন্মুক্ত পরিবেশে ছাড়ার ব্যবস্থা করেন পরে। সন্দেহ করা হচ্ছে, মালদা মেডিক্যালে আসা কোনও সাপে কামড়ানো রোগীর পরিবারের এই কাজ হয়ে থাকতে পারে।

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 5/7

এখনও ওই রোগী-‌সহ তাঁর পরিবাররকে খোঁজা হচ্ছে। তাঁদের এই নির্বুদ্ধিতায় দুর্ঘটনাও ঘটতে পারতো মালদা মেডিক্যাল চত্বরে। আর এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 6/7

যদিও মেডিক্যালে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয়রা জানান, কাউকে হয়তো সাপে কামড় দিয়েছে। তাতেই গ্রামের মানুষ ওই সাপটিকে ধরে কলসিতে করে মেডিক্যালে নিয়ে এসেছে।

 

হাঁড়িতে ঝুলছে সাপ
  • 7/7

তবে এই ঘটনায় বিপদ ঘটতে পারত। যদি মেডিক্যালের কারও নজরে তা না পড়তো। আবার ইচ্ছাকৃত কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে মেডিক্যাল কতৃপক্ষ তাদের খুঁজে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি সকলের।

Advertisement