Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast Bengal: আজ থেকেই ভিজছে এই জেলাগুলি, সরস্বতী পুজোয় কি বিদায় নেবে বৃষ্টি?

  • 1/11

মঙ্গলবার থেকেই রাজ্যে আবহাওয়ার বদল শুরু হয়েছে।  বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। পূবালি হাওয়ার হাত ধরে আজ থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 
 

  • 2/11

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলেছিল হাওয়া অফিস। বুধবার সেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়াল ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি বলছে আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 3/11

পূর্ব ভারতে হাজির হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার হাত ধরে প্রচুর আর্দ্র বাতাস প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। সেই কারণেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে  আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
  • 4/11

হাওয়া অফিস বলছে আজ থেকে হালকা বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে। তবে মূলত বেশি বৃষ্টি হবে ৪ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন। শুক্রবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে ৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিনও বৃষ্টি হবে।

  • 5/11

উত্তরবঙ্গের মত  দক্ষিণবঙ্গেও আজ থেকে  হালকা বৃষ্টি হবে। এদিন উপকূল সংলগ্ন দুই চব্বিশ পরগনা,  বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া ও  কিছুটা দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
 

  • 6/11

তবে  ৪  তারিখ অর্থাৎ সরস্বতী পুজোপ আগের দিন  দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বেশি বৃষ্টি হবে। 
 

  • 7/11

তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর, ৫  তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। হাওয়া অফিস বলছে, সরস্বতী পুজোর দিন  দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার উন্নতি হবে।
 

Advertisement
  • 8/11

এদিকে কলকাতাতেও ৪ তারিখ  হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  চলতি সপ্তাহে কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। 
 

  • 9/11

আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের  রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী দিনে তাপমাত্রা আরো ২ ডিগ্রি বাড়বে।  শীতের প্রভাব বেশ ফিকে হয়ে যেতে পারে। 
 

  • 10/11

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  সকালে ঘন কুয়াশার দেখা মিলবে এবং  দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। এদিনও  শহর কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা গেছে। কলকতা শহরের বেশ কিছু রাস্তায় এদিন ভোরে দৃশ্যমানতা কম ছিল। বহু গাড়িই আলো জ্বেলে যাতায়াত করেছে। বেশ কয়েকটি জেলা থেকেও একই ছবি উঠে এসেছে। তবে বেলা বাড়তেই কুয়াশার চাদর সরে যাবে।

  • 11/11

ঝঞ্ঝার গেরো কাটিয়ে ফের কবে থেকে শীতের কামব্যাক? সেব্যাপারে অবশ্য এখনই কোনও পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা।

Advertisement