Advertisement
পশ্চিমবঙ্গ

চোর সন্দেহে গণধোলাই, মালদায় মৃত ২ জখম ২

গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 1/6

মালদায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন।

গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 2/6

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মালদা জেলার রতুয়া থানার দেবীপুর পশ্চিমপাড়া এলাকায়। মৃত যুবকের নাম শেখ ঘিসু। বয়স (৩৬) বছর। আহত যুবক শেখ সদাগর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 3/6

তাদের বাড়ি রতুয়া থানার পশ্চিম দেবীপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে তিন বন্ধু শেখ সদাগর, শেখ ঘিসু ও শেখ সাজ্জাদ আমবাগানে চুরি করার উদ্দেশ্যে জড়ো হয়।

Advertisement
গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 4/6

সেই সময় গ্রামবাসীরা তিনজনকে ধরে ফেলে শুরু হয় গণধোলাই। ঘটনাস্থল থেকে কোনোক্রমে সেখ সাজ্জাদ পালিয়ে যায়। গ্রামবাসীদের গণধোলাই এর জেরে দুইজন ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য আনা হয় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

 

গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 5/6

জরুরি বিভাগে চিকিৎসকেরা শেখ ঘিসুকে মৃত বলে ঘোষণা করে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শেখ সদাগর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রণক্ষেত্র হয়ে ওঠে দেবীপুর এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। 

গণপিটুনিতে ধুন্ধুমার মালদায়
  • 6/6

এই বিষয়ে আহত যুবক শেখ সদাগর জানান, তাঁরা কোনও চুরি করার উদ্দেশ্যে জড়ো হযননি। রাতে তাঁরা একসাথে গল্প করছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাদের উপর মারধর শুরু করে চোর সন্দেহে। চুরি না অন্য কোন ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

Advertisement