scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে মায়েদের টিকা আচমকা বন্ধ, দায়ী কেন্দ্র সরকার! দাবি তৃণমূলের

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 1/10

রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পাওয়ায় টিকা কেন্দ্রে বিক্ষোভ ৷ শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরের টিকা কেন্দ্রে বিক্ষোভে সামিল হন টিকা নিতে আসা শিশুর মায়ের।

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 2/10

অভিযোগ টিকা দেওয়ার জন্য তারা রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও টিকা মেলেনি ৷ পরে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 3/10

শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ১২ বছর পর্যন্ত শিশুর মাদের করোনার টিকা দিতে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি টিকা কেন্দ্র চালু করে পুরনিগম। গত কয়েকদিন থেকেই ওই টিকা কেন্দ্র থেকে বাচ্চাদের মাকে টিকা দেওয়া হচ্ছে।

Advertisement
আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 4/10

গতকাল মহিলারা জানতে পারে আজ ওই কেন্দ্র থেকে ১২ বছর পর্যন্ত শিশু মা দের টিকা দেওয়া হবে। সেই খবর পেয়ে ভোর থেকে বাচ্চা কোলে নিয়ে এ লাইনে দাঁড়ায় মায়েরা।

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 5/10

কিন্তু এদিন বেলা গড়াতেই তারা জানতে পারে ওই কেন্দ্রে আজ শিশুর মায়েদের পরিবর্তে টিকা দেওয়া হবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এর সদস্য়দের।

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 6/10

এই খবর পাওয়ার পরেই ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ এই ব্যপারে আগাম কোনো বিঞ্জপ্তি জারি করা হয়নি ৷

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 7/10

ঘটনায় ক্রমশ উত্তেজনা বাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। তারা বিক্ষোভরত মহিলাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement
আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 8/10

তবে এদিনের বিক্ষোভের জেরে ওই টিকাকেন্দ্রে টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বীথি ভট্টাচার্য বলেন, গতকাল এই কেন্দ্রে বলা হয়েছিল আজ শিশুর মায়ের টিকা দেওয়া হবে। তাই ভোর থেকে লাইনে দাঁড়িয়েছি।

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 9/10

কিন্তু টিকা কেন্দ্র খোলার পর কর্মীরা বলছে আজ টিকা দেওয়া হবে না। যদি টিকা দেওয়া নাই হয়, তবে কেন কোনও রকম নোটিশ দেওয়া হল না ।

 

আচমকা টিকা বন্ধ, ক্ষোভ মায়েদের
  • 10/10

অন্যদিকে এই বিষয় নিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হয় জেলা হাসপাতাল থেকে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না আসায় এই সমস্যায় পড়তে হচ্ছে। কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না। তাই এই সমস্যা।

Advertisement