scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

PHOTOS : বেআইনি টোটো আর নয়, শিলিগুড়িতে দাবাং পুলিশ

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 1/9

হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও শিলিগুড়ির প্রধান রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ টোটো। অবশেষে শহরের প্রধান রাস্তাগুলি থেকে নম্বরবিহীন টোটোগুলিকে ধরতে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 2/9

সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কয়েকশো বিনা নম্বরের টোটোকে ধরা হয়েছে। এছাড়াও সোমবার থেকে টিসি নম্বরের টোটোগুলিকেও এদিন ধরার প্রক্রিয়া শুরু হয়েছে।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 3/9

শিলিগুড়ি শহরের প্রধান রাস্তাগুলিতে বেশকয়েক বছর ধরে বিনা নম্বরের টোটোগুলি দাপিয়ে বেড়াচ্ছে। যার জেরে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল।

Advertisement
টোটা পাকড়াও অভিযান চলছে
  • 4/9

শুধু তাই নয় এই নম্বরহীন টোটোগুলিকে হাতিয়ার করেও শহরে মাঝেমধ্যেই চুরি ছিনতাই এর মত ঘটনা অভিযোগ উঠেছিল। অবশেষে এই বেআইনি টোটোর বিরুদ্ধে লাগাম টানতে উদ্যোগী শিলিগুড়ি পুলিশ।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 5/9

গত সপ্তাহ থেকে পুলিশের তরফে মাইকিং করে টোটো চালকদের সতর্ক করে দেওয়া হয়। ১৯ শে জুলাই থেকে শিলিগুড়ি প্রধান রাস্তায় বিনা নম্বরের টোটো চলাচল করতে পারবে না।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 6/9

সেই মত সোমবার সকাল থেকে শিলিগুড়ি জুড়ে বিভিন্ন ট্রাফিক গার্ডের তরফে অভিযানে নামে ট্রাফিক পুলিশ কর্মীরা। এদিনের এই অভিযানে কয়েকশো বিনা নম্বরের টোটো আটক করে পুলিশ। এছাড়াও টিসি নম্বরের টোটোগুলিকেও ধরা হয়।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 7/9

প্রসঙ্গত, শিলিগুড়ি শহরে প্রায় চার হাজার টোটোকে বৈধতা দিয়েছে পরিবহন দপ্তর। কিন্তু শিলিগুড়ি শহরে প্রতিদিনই দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অবৈধ টোটো।

Advertisement
টোটা পাকড়াও অভিযান চলছে
  • 8/9

মাঝেমধ্যে পুলিশের অভিযানে টোটো গুলিকে আটক করা হলেও পরবর্তীতে পরিস্থিতি আবার একই অবস্থায় ফেরে। তবে এই ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে মূলত শাসকদলের সংগঠনগুলির মদতেই শিলিগুড়িতে রাজ করছে এই টোটোগুলি।

টোটা পাকড়াও অভিযান চলছে
  • 9/9

শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শিলিগুড়িতে আসছে। ফলে শহরের গতিকে স্তব্ধ করে দিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ADC পূর্ণিমা শেরপা জানান, নম্বরবিহীন টোটো শহরে চলতে পারবো না। তবে আজ যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement