scorecardresearch
 
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল, পাহাড়-সমতলে কী পূর্বাভাস?

উত্তরের আবহাওয়া
  • 1/8

ভারী বৃষ্টি থেকে এখনই পরিত্রাণ পাচ্ছে না উত্তরবঙ্গ। সপ্তাহখানেক ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছিল আবহাওয়া দফতর থেকে। 

উত্তরের আবহাওয়া
  • 2/8

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিনও। সোমবার সারাদিনই গোটা উত্তরবঙ্গের সাত জেলায় বৃষ্টি হয়েছে। কখনও কম কখনও বেশি।

উত্তরের আবহাওয়া
  • 3/8

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরের আবহাওয়া
  • 4/8

দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরের আবহাওয়া
  • 5/8

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরের আবহাওয়া
  • 6/8

আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে গিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। আরামদায়ক আবহাওয়া থাকলেও ফ্যান চালানোর প্রয়োজন পড়বে।
 

উত্তরের আবহাওয়া
  • 7/8

উত্তরের নদীগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছিল রবিবার। তা এখনও জারি থাকছে। আগামী কয়েকদিন তা সরানো হবে না বলে খবর।

 

উত্তরের আবহাওয়া
  • 8/8

অন্যদিকে পাহাড়ে নতুন করে ধসের খবর না থাকলেও সতর্কতা জারি রয়েছে, যে কোনও সময় ধস নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।