উত্তরবঙ্গে প্রথম থেকেই বর্ষার দাপট দেখা গিয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে সেটা হঠাৎ করে কমে গিয়েছে। কয়েকদিন ধরে গরম এতটাই বেড়ে গিয়েছিল যে এক ছাত্রী অসুস্থ হয়ে মারাও গিয়েছেন। তবে এখন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বদলাতে পারে আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই বছর সময়ের আগেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা।
উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের পর প্রবল বৃষ্টিপাত হয়। তা সত্বেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। সোমবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।