scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Winter: উত্তরবঙ্গে শীত আসছে কবে? পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 1/8

সিতরাংয়ের দাপট কেটে এখন ঝকঝকে আকাশ। উত্তরবঙ্গের শিলিগুড়ি তো বটেই, জলপাইগুড়ি, ডুয়ার্সের বহু জায়গা থেকে দেখা যাচ্ছে মাথা উঁচু করে থাকা পর্বতশ্রেণি। 


 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 2/8

এখন আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে কার্তিক মাসের শুরুতেই হালকা শীতের ছোঁয়া লেগে গিয়েছে। ভোরেও শিরশিরে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 3/8

এমনকী ভোরে ফ্যান বন্ধ করে চাদর গায়ে দিতেও হচ্ছে উত্তরবঙ্গবাসীদের। আর এমনই আবহাওয়া আপাতত নভেম্বরে তারিখ পর্যন্ত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 4/8

নভেম্বরে শীত ঢুকতে পারে, তবে তাপমাত্রা তেমন কমবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। 

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 5/8

বেলা বাড়লে হালকা গরম বজায় থাকবে। এদিকে, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 6/8

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৩১ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
  • 7/8

দিন ও রাতের তাপমাত্রার তারতম্য অনুভূত হলেও আসলে প্রকৃত তাপমাত্রার  তেমন কোনও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 

Advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
  • 8/8

উত্তরবঙ্গের আবহাওয়াবিদ মধুসূদন কর্মকার জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে প্রবল ভাবে। তখনই শীত ঢুকবে। তবে তাপমাত্রা ভালভাবে নামতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Advertisement