scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, অতি ভারী বর্ষণের সতর্কতা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 1/8

বুধবার রাতে বৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবারও প্রায় সারারাত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। সোমবার সকালেও কয়েক দফায় বৃষ্টির পর ক্ষান্ত দিয়েছিল বর্ষণ। সন্ধ্যা থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হয়। রাতের দিকে ফের কিছুটা বিরতি দিয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 2/8

ফলে হালকা থাকুক বা ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছেই। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের মনে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে,পুজোতেও এমন আবহাওয়াই থাকবে কি না?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 3/8

তাদের আশঙ্কা জিইয়ে রেখে পুজোর মুখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ২৫ সেপ্টেম্বর রবিবারের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 4/8

এর মধ্যে কোনও কোনও জেলায় অতিভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 5/8

পূর্বাভাসে বলা হয়েছে,২৫ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 6/8

এছাড়া উত্তরবঙ্গের বাকি তিন জেলাতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টি হবে। তবে তা তুলনামূলক খানিকটা হালকা থেকে মাঝারি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 7/8

আপাতত কোথাও উত্তরের কোনও জেলাতেই তাপমাত্রা বাড়বে বা কমবে না। আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে খানিকটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • 8/8

পাহাড়ে ধসের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা যত বেশি থাকবে, তত ধসের সম্ভাবনাও বাড়বে। বৃষ্টি কমে গেলেও পরবর্তী তিন-চারদিন সর্তকতা জারি রাখে প্রশাসন। কারণ মাটি শুকনোর সময় ধস নামার প্রবণতা থাকে দার্জিলিং পাহাড়ে। তাই পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement