উত্তরবঙ্গ এখন রাতে শীত, দিনে হালকা উষ্ণতা দেখা যাচ্ছে। যা সূর্যাস্তের পর থেকে শিরশিরে হাওয়া আর শীতের মতো ফিল হচ্ছে।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
তবে ৭ নভেম্বর সোমবার নাগাদ দুটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসে জলীয় বাষ্প দুর্গাপুজোর সময় থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছিল। তা অনেকটাই নেমেছে। ফলে এবার হিমের পরিমাণও অনেকটাই কম।
এ ছাড়া আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের থেকে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে।
দার্জিলিংয়ের সান্দাকফু,উত্তর সিকিমের কিছু এলাকায় তুষারপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। তবে তুষারপাত হবেই এ কথা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না।
পাহাড়ে অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই ঠান্ডা পড়েছে। নভেম্বরের গোড়ায় তা আরও জাঁকিয়ে বসেছে। পর্যটকরা তা ভালই টের পাচ্ছেন।